পাবনা জেনারেল হাসপাতালে ইন্টার্ন নার্স রাজা হোসেনকে (২৫) মারধর করা সেই দালাল সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনা সদরের ভাঁড়ারা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম জেলা শহরের শালগাড়িয়া মহল্লার কুদ্দুস আলীর ছেলে।
এদিকে দালাল গ্রেপ্তার হলেও দালালমুক্ত হাসপাতালসহ ৮ দফা দাবিতে ইন্টার্ন নার্সদের কর্মবিরতি অব্যাহত আছে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত নার্সরা কাজে যোগ দেননি।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পাবনা জেলা শাখার সভাপতি জাহিদ হাসান বলেন, ‘আট দফা দাবিতে আমাদের কর্মবিরতি চলছে।
এ গ্রেপ্তার সেই দাবির একটি ছিল। বাকি দাবিগুলোর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। হাসপাতাল দালালমুক্তসহ বাকি দাবি মেনে নিলেই কর্মবিরতি প্রত্যাহার করা হবে।
সদর থানা সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই পুলিশ অভিযুক্ত সাদ্দামকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু তিনি পালাতক ছিলেন।
তথ্যপ্রযুক্তির ব্যবহার করে তাঁর অবস্থান শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাত একটার দিকে জেলা সদরের ভাঁড়ারা ইউনিয়নের ভাঁড়ারা গ্রাম থেকে দালাল সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা এই বাংলাদেশকে বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইন্টার্ন নার্সকে মারধরের কথা স্বীকার করেছেন সাদ্দাম হোসেন। আজ বিকেলে আদালতের মাধ্যমে সাদ্দমকে জেলা কারাগারে পাঠানো হয়।
Leave a Reply