পবিপ্রবিতে বাঁধনের সভাপতি আসাদ, সম্পাদক সাব্বির
মোঃ রিয়াজুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)ঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) বাঁধনের নূতন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে স্বেচ্ছায় রক্তদাতাদের এ সংগঠনটি।
শনিবার (৪ ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে রাত ৮.০০ টায় এহসানুল হক পাভেল এর সভাপতিত্বে ও জাহিদ হাসান শোয়েব এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি-২০২৩ ও বিভিন্ন হলের উপ-কমিটিও ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান আসাদ বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ব্যবসায় প্রশাসন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু । এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বাঁধনের উপদেষ্টাসহ অন্যান্য বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত বাঁধন রক্তদান করে আর্ত মানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। সেবার এ ধারাবাহিকতা অব্যাহত রেখে নূতন এ কমিটি মানুষের কল্যাণের স্বার্থে আরও সংযুক্ত হবে সেটিই আমার প্রত্যাশা।
Leave a Reply