মাহবুবুর রহমান জিসান, রায়পুর প্রতিনিধি, লক্ষ্মীপুর: ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন।
প্রায় ২৩ বছর পর আজ ১৬ মার্চ (বৃহস্পতিবার) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে নয়ন নেতাকর্মিদের উদ্দেশ্য বলেন পদ বড় নয়, দল বড়। তাই পদের জন্য নয় বরং দল ও শেখ হাসিনার জন্য আওয়ামী রাজনীতি করবেন। এসময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করার জন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান করেন।
১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু নোমান এর সভাপতিত্ব ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সাইজ্জুদিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মেইল এসোসিয়েশন (বিটিএমএ) এর সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী খোকন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব অধ্যক্ষ মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব রফিকুল হায়দার বাবুল পাঠান ও রায়পুর পৌরসভার মেয়র জনাব গিয়াস উদ্দিন রুবেল বাট।
এসময় ২৩ বছরের পুরনো কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি তৈরির ঘোষণা দেয়া হয়। এতে সভাপতি পদে ৬জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন পার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
Leave a Reply