মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ইয়াবাসহ মোঃ মোঃ ফোরকান গাজী (৪৫) নামে এক চায়ের দোকানদারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক ওই কারবারি উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ছোনখোলা এলাকার মৃত. আকাব্বর গাজী’র ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার(২৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/সম্বিত রায় সঙ্গীয় ফোর্সসহ গলাচিপা থানাধীন বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে থেকে আসামি মোঃ মোঃ ফোরকান গাজীকে নিজের চায়ের দোকান থেকে ১’শ ১ পিচ ইয়াবাসহ আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা এই বাংলাদেশকে বলেন, তার নামে সংশ্লিষ্ট আইনে গলাচিপা থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর। তাই আমাদের এ অভিযান চলমান থাকবে।
Leave a Reply