নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী-কুয়াকাটা সড়কের বল্লভপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে তিনটায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত রোহান পরিবহন বাসটি চট্টগ্রাম থেকে ছেড়ে এসে বরগুনার তালতলী যাচ্ছিল।
বাসের যাত্রীদের সূত্রে জানা যায়, গতকাল বিকেলে রোহান পরিবহনের বাসটি ৪০ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দেয়। আজ মঙ্গলবার ভোর রাতে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বল্লভপুর নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয় এবং গাড়ির ব্যাপক ক্ষতি হয়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। ঘটনার পর চালক ও সুপারভাইজার পলাতক রয়েছে।
আহতদের ১০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। গুরুতর আহত জিসান ও কোহিনুরকে হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি উদ্ধারের কার্যক্রম চলছে।
Leave a Reply