নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীতে শিক্ষিকাকে যৌন হয়রানির মামলায় কলাপাড়া উপজেলার পক্ষিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ই ফেব্রুয়ারি) রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ আগে শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশিরের নামে কলাপাড়া থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া-আসার সময় বশির প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারি রাতে বশির ওই শিক্ষিকার বাড়ির টয়লেটে গিয়ে লুকিয়ে থাকেন। পরে ওই শিক্ষিকা টয়লেটে গেলে তাকে যৌন হয়রানি করেন। এ সময় শিক্ষিকার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বশির পালিয়ে যান।
এ বিষয়ে থানায় অভিযোগ করায় ওই শিক্ষিকা ও তার পরিবারকে বশির বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় বশিরকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।’
Leave a Reply