মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্কুল ও কলেজগুলো যৌথভাবে প্রতিদিন ৩ ঘণ্টা করে কর্মবিরতি কর্মসূচী পালন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩য় দিনের মতো ওই কর্মসূচি পালন করেছেন বেসরকারি সকল শিক্ষক ও কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এমপিও ভূক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোট নামে একটি ব্যানারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকার প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করে আসছেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা।
অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের আন্দোলন জোরদার করার লক্ষ্যে ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩ঘন্টা কর্মবিরতির কর্মসূচী পালনের ঘোষণা দেন মহাজোটের ওই নেতারা। সে ঘোষণা মোতাবেক মঙ্গলবার ৩য় দিনের মত নওমালা ডিগ্রী কলেজ, নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়, আব্দুস ছালাম মাধ্যমিক বিদ্যালয়, ইজ্ঞিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়, বীরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কর্পুরকাঠী মাধ্যমিক বিদ্যালয়, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, কালিশুরী ডিগ্রী কলেজ , ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ অর্ধশত স্কুল ও কলেজে ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছে। শিক্ষকদের যৌক্তিক দাবি আদায় আন্দোলনে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে।
Leave a Reply