নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন পরশিয়া আক্তার (১৮) ও বিপুল দাস (১৯)। পরশিয়া আক্তার জেলার রংছাতি গ্রামের মোবারক হোসেনের মেয়ে। সে এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে কলমাকান্দা সরকারি কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
বিপুল দাস শহরের নাগড়া সাহাপাড়া এলাকার শ্যামল দাসের ছেলে। সে আবু আব্বাছ ডিগ্রি কলেজ থেকে মানবিক শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরশিয়ার মরদেহ উদ্ধার করা হয় বুধবার সন্ধ্যায়। আর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্ধার করা হয় বিপুল দাসের মরদেহ। এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় কীটনাশক পান করে মারা যান পরশিয়া। এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে মারা যান বিপুল দাস।
Leave a Reply