নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘর থেকে পলি আক্তার (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ই ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার সরাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পলি আক্তার একই গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী।
স্থানীয়সূত্রে জানা যায়, পিতার বাড়ি থেকে পাওয়া সম্পত্তি বিক্রি করে টাকা এনে দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। নিহত গৃহবধূর গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় স্বামী তাকে হত্যা করে পালিয়ে গেছে।
কেন্দুয়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পলি আক্তার নামের গৃহবধূর মরদেহ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
Leave a Reply