উরফি জানান, ‘আমরা পাঁচ ভাই-বোন। বাবা আমাদের উপর খুবই অত্যাচা করত। খুব মারধর করত। মাকেও মারধর করত বাবা। এসব দেখেই আমি বড় হয়েছি। বাবা বাড়িতে আটকে রাখত আমায়। অনেক বার আত্মহত্যা করার চেষ্টাও করেছি।’
এই বিতর্কিত মডেল আরও বলেন, ‘খুবই অর্থাভাব ছিল আমাদের। বহু রাত গেছে আমরা খেতে পায়নি। আমার বাড়ির লোক চাইত না যে আমি মিডিয়া জগতে আসি। কিন্তু ওই বাজে পরিস্থিতি থেকে বের হওয়ার কারণেই আমি এই দুনিয়াকে বেছে নেই। ছোটবেলার অন্ধকার ঢাকতে এখনকার ঝকঝকে দিকটাকে বেছে নিয়েছি।’
উল্লেখ্য, হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।
Leave a Reply