নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী ছাউনির সঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৬০) নামের এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আত্রাইয়ের বান্দাইখাড়া সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমির হোসেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের দিলবর রহমানের ছেলে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply