সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
নারী আইপিএলের উদ্বোধন

নারী আইপিএলের উদ্বোধন

নারী ক্রিকেটারদের নিয়ে ভারতে বসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসর ডব্লিউপিএল। এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে নিলামে খেলোয়াড় কেনা-বেচা চলে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে বেশ জমকালোভাবে। মঞ্চে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি ও কৃতি স্যাননের নাচের তালে ক্রিকেট ও বিনোদনপ্রেমীরা এক হয়ে যায়। আসরের থিমসংয়ে মুগ্ধ করেছেন পাঞ্জাবি পপস্টার এপি ধিলোন।

শনিবার রাতে মুম্বাইয়ের ডিওয়াই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পরই গড়ায় আসরের প্রথম ম্যাচ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্দিরা বেদী। এরপর শুরুতেই মঞ্চে আসেন কিয়ারা আদবানি। এরপর একে একে কৃতী শ্যানন ও এপি ধিলোন। কিয়ারা আদবানি ‘‌ক্যায়া বাত হ্যায়’‌, ‘‌শাওন মে লাগ গায়ি আগ’‌, ‘‌হরে রাম হরে কৃষ্ণ’‌, ‘‌মোহে মারে নজরিয়া সাওরিয়া রে’‌, ‘‌যুগ যুগ জিও’‌, ‘‌বিজলি’‌র মতো জনপ্রিয় গানের তালে নৃত্য পরিবেশন করে শুরুতেই মাতিয়ে দেন দর্শকদের।

এরপর মঞ্চে আসেন কৃতী শ্যানন। তখন স্টেডিয়ামে বাজছিল চাক দে ইন্ডিয়ার গান। পরে উইমেন্স প্রিমিয়ার লিগের পতাকা হাতে মঞ্চে আসেন কৃতী। ‘‌সুইটি তেরা ড্রামা’‌, ‘‌বরেলি কি বরফি’‌র গানে তিনি কোমর দোলান। দুই বলিউড অভিনেত্রীর পর মঞ্চে আসেন এপি ধিলোন। ব্রাউন মুন্ডে, ইনসেন-সহ নিজের একাধিক জনপ্রিয় গান তিনি পরিবেশন করেন।

বর্ণাঢ্য পরিবেশনা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা মঞ্চে উঠেন। এরপর ডেকে নেওয়া হয় পাঁচ দলের অধিনায়কদের। দিল্লি ক্যাপিটালসের মেগ ল্যানিং, গুজরাট টাইটান্সের বেথ মুনি, মুম্বাই ইন্ডিয়ান্সের হরমনপ্রীত কৌর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের স্মৃতি মান্ধানা ও ইউপি ওয়ারিয়র্সের অধিনায়ক অ্যালিসা হিলি। পরে তারা একসঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগের ট্রফি উন্মোচন করেন।

নারীদের আইপিএলে প্রথম সংস্করণে মোট পাঁচটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ভেন্যু ছাড়া আরও একটি ভেন্যুতে হবে আসরের সব ম্যাচ। দেশি-বিদেশি ৮৭ ক্রিকেটারের অংশগ্রহণে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা চলবে ২৩ দিন। পরবর্তীতে ২১ মার্চ মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে নারী আইপিএলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions