মঙ্গলবার (১৪ মার্চ) ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৩ মার্চ) দুপুরে ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আশরাফুল ইসলাম (৩৯) উত্তর নরসিংপুর এলাকার রেজাউলের বাড়ির ভাড়াটিয়া।
মামলায় উল্লেখ করা হয়, আশরাফুল তার স্ত্রীকে নিয়ে ওই এলাকায় ভাড়া থাকেন। আর বাড়ির কাছে একটি রিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করায় আশরাফুলের সঙ্গে তরুণীর পরিচয় হয়। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে গত রোববার বিকেলে তরুণীকে ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে আশরাফুল। ধর্ষণের সময় আশরাফুলের স্ত্রী বাসায় ছিলেন না।
ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে আশরাফুলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply