নাটোর প্রতিনিধি: নাটোরে গাঁজাসহ আসলাম হোসেন (৪৫) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস সড়কের তেবাড়িয়া এলাকা থেকে ২০ কেজি গাঁজা সহ তাকে আটক করা হয়। আটক আসলাম হোসেন ঢাকার কেরানীগঞ্জের শাহজাহান আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম ইলতুস আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম আজ শহরের তে বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা থেকে একটি পিকআপ চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। পিকআপটি কে সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালানো হয় তল্লাশি কালে পিকআপের ভিতরে বিশেষ কায়দায় সংরক্ষিত ২০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মীরা আসলামকে আটক করে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ইলতুস উদ্দিন
Leave a Reply