মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নাটোরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের চার লাখ শিশুকে সপ্তাহব্যাপী কৃমিনাশক ট্যাবলেট সেবনের কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার ,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, জেলা শিক্ষা অফিসার মোঃ আখতার হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, কৃমি নিয়ন্ত্রন সপ্তাহে পাঁচ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী এবং বিদ্যালয় বহির্ভূত পথশিশু, কর্মজীবী শিশু ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া শিশুদের বিনামূল্যে এক ডোজ কৃমিনাশক ট্যাবলেট সেবন করানো হবে।
Leave a Reply