মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন

নাটোরে লালপুরে বাবার বাড়িতে যেতে না দেওয়া আত্মহত্যা

নাটোরে লালপুরে বাবার বাড়িতে যেতে না দেওয়া আত্মহত্যা

নাটোরে লালপুরে বাবার বাড়িতে যেতে না দেওয়া আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধিনা ।।নাটোরের লালপুরে শাশুড়ির উপর অভিমান করে মোছা. রুবি খাতুন (২০) নামে এক নারী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি ২০২৩) উপজেলার দক্ষিণ লালপুর (কলোনি) গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মো. মানিকের স্ত্রী।
জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ লালপুর (কলোনী) গ্রামের মানিকের স্ত্রী মোছা. রুবি খাতুন (২০) বাবার বাড়ি যেতে চাইলে তার শাশুড়ি শমেজান (৫০) বাধা দেন। শাশুড়ির ওপর অভিমান করে নিজ ঘরের শয়ন কক্ষে বাসের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি পরিবারের লোকজন বুঝতে পেরে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions