তবে বিএনপির কর্মসূচি ঘিরে আতঙ্ক সৃষ্টি করতে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে দলের নেতারা অভিযোগ করেছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটায় শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, সকাল সাড়ে সাতটায় আলাইপুর কার্যালয়ের সামনে একদল যুবক পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। এসময় কার্যালয়ে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন না৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, আওয়ামীলীগের ও বিএনপির দুই দলের কর্মসূচি চলাকালে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
Leave a Reply