নাটোরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৩০) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (১০ই মার্চ) সকাল ১০টার দিকে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বাসের সুপারভাইজার লুৎফর রহমান, চালকের সহকারী রাকিবুল ইসলাম এবং পিকআপের যাত্রী মাছ ব্যবসায়ী স্বপন কুমার। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান জানান, রাজশাহীর বানেশ্বর থেকে মাছবাহী একটি পিকআপ ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথে বড়াইগ্রাম থানার মোড় এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পিকআপ চালক আলমগীর মারা যান।
খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও বনপাড়া হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বাস ও পিকআপ জব্দ করা গেলেও বাসের চালক পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply