নাটোরের সিংড়ায় পুকুর খনন করতে গিয়ে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। জানা যায়, প্রাচীন মূর্তিটির ওজন প্রায় ৩২ কেজি
মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া এলাকায় একটি পুকুর থেকে এই মূর্তিটি উদ্ধার করে এলাকাবাসী।
এলাকাবাসী জানান, উপজেলার রাতাল শালিকায় পুরনো পুকুর খনন করছিলেন স্থানীয় লোকজন। এ সময় তারা একটি প্রাচীন মূর্তি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছালে পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করে স্থানীয়রা। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুকুর খননকালে একটি প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
Leave a Reply