নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-১৫ হাজার টাকা জরিমানা
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৬ ফেব্রুয়ারী)ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে উপজেলার দয়ারামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়।
মেহেদী হাসান তানভীর এর সত্যতা নিশ্চিত করে বলেন, দয়ারামপুর বাজারে আমদানিকারকের স্টিকারবিহীন ও মেয়াদহীন কসমেটিকস বিক্রি ও সংরক্ষণের অপরাধে একতা বিগ বাজারের মালিক মকছেদ আলীকে ৩৭ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।বাগাতিপাড়া মডেল থানার চৌকস টিম উপস্থিত ছিলেন।
এসময় দোকান মালিক, কর্মচারী ও উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লিফলেট বিতরণ করা সহ সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।
Leave a Reply