মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নাটোরের বড়াইগ্রামে ট্রাক্টরের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর সড়কের হারোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুর্যু লালপুর উপজেলার চংদুপুল ইউনিয়ানের আব্দুলপুর সবুরপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।।এ ঘটনায় মোটরসাইকেল থাকা ওয়াহাব হোসেন নামে একজন আহত হয়েছে। তাকে লালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ সফিউল আজম জানান, সোমবার সকালে মোটরসাইকেলে লালপুর থেকে কাজের উদ্দেশ্যে বনপাড়ায় আসছিলেন সুর্যু ও ওয়াহাব। হারোয়া ব্রিজ এলাকায় পৌছালে পেছন থেকে মাটিবাহী একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুর্যুর মৃত্যু হয়, আব্দুল অওয়াহাব নামে একজন গুরুতর আহত হন । স্থানীয়রা ওয়াহাবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ,ও ট্রাক্টর মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আশা হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply