মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামে অগ্নিকান্ডে পুড়ে দুই সন্তানসহ মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রাত ১০ টার দিকে উপজেলার খাকসা উত্তরপাড়া গ্রামে
গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব জানান, মৃত মায়ের নাম সোমা আক্তার (৩০), ও মৃত দুই সন্তানের নাম অনিয়া (১০) ও অমর (৩ বছর ৬ মাস)। অগ্নিকাণ্ডে স্বামী অলি প্রামাণিক (৩৫) মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য সাদেক প্রামাণিকের বরাত দিয়ে তিনি আরো জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিন সেড ঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং সেখানে পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়। অগ্নিদগ্ধ চিকিৎসাধীন অলি প্রামাণিক একজন বাস চালক। খবর পেয়ে বড়াইগ্রাম বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply