মনজুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নাটোরের নলডাঙ্গা থানার বিশেষ টিম গতরাতে অভিযান চালিয়ে বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর বাজার সংলগ্ন শ্রীশ চন্দ্র বিদ্যানিকেতনের মাঠের উত্তর-পূর্ব কোনা হইতে ডাকাতির উদ্দেশ্যে সমাবেত হইয়া ডাকাতির প্রস্তুতি গ্রহনের সময় উত্তর পটুয়াপাড়া (ঝাউতলা) নাসের সরদারের ছেলে আশরাফুল ইসলাম (৩২) , উত্তর পটুয়াপাড়া (আদর্শগ্রাম) পিতা ইব্রাহীম ছেলে ইছব @ ইউসুফ (৩৯), মৃত শাহজাহান আলী মৃধার ছেলে রাকিবুল হাসান @ টুনু (৩৩)-কে হাতে নাতে আটক করা হয়।
এসময় উত্তর পটুয়াপাড়া (ঝাউতলা), মৃত বাচ্চু মিয়া ছেলে আসামী বাতাস @ ফায়সাল (২৪) পিতা- মৃত বাচ্চু মিয়া সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামি পালিয়ে যায়। আসামীদের আটক করে তল্লাশী কালে আসামীদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত আলামত ০১টি ধারালো লোহার তৈরী পাইপযুক্ত হাতল বিশিষ্ট বড় ছোরা,০১টি বড় লোহার তৈরী লক কাটার, ০১টি লোহার তৈরী ছোট লক কাটার, ০১টি তিন চাকা বিশিষ্ট ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার পূবক জব্দ করা হয় । আইনি প্রক্রিয়া শেষে আটককৃত আসমিদের আদালতে সোপদ করা হয়েছে।
গ্রেফতারকৃত ৩ নং আসামি মোঃ রাকিবুল হাসান @ টুনু এর বিরুদ্ধে পূর্বের একটি অস্ত্র আইনে মামলা রয়েছে।
Leave a Reply