গত বছরই আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। শাস্ত্রীয় সংগীতের চর্চা করে বড় হয়েছেন অভিনেত্রী। সম্প্রতি একটি বিখ্যাত বিনোদন সংস্থা এন্টারটেইনমেন্ট কনসালট্যান্ট এলএলপির সঙ্গে চুক্তি করেছেন তিনি। বৃহস্পতিবার একটি ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে পরিণীতি লিখেছেন, ‘সংগীত আমার কাছে সবসময়ই আমার আনন্দের জায়গা। আমি বিশ্বব্যাপী অগণিত সংগীতজ্ঞদের মঞ্চে পারফরম করতে দেখেছি এবং এখন অবশেষে সেই বিশ্বের অংশ হওয়ার সময় এসেছে’।
তিনি আরও যোগ করেছেন, ‘আমি আমার জীবনের একটি সম্পূর্ণ নতুন অধ্যায় শুরু করার জন্য খুব ভাগ্যবান, আশীর্বাদ এবং চাপ অনুভব করছি। আমি এই সংগীত যাত্রা শুরু করতে কতটা উত্তেজিত তা আমি সত্যিই বলে বোঝাতে পারব না। একটি যাত্রা যা আমাকে একসঙ্গে দুটি ক্যারিয়ার করার সুযোগ করে দেয়! মজার কিন্তু! অজানাকে আলিঙ্গন করা এবং আমার সব ভয়ের মুখোমুখি হওয়া এবং গান গেয়ে ডেবিউ করা’।
পরিণীতি লিখেছেন, ‘এই বছর আপনাদের জন্য বেশ কিছু আশ্চর্যজনক জিনিস রয়েছে। আশা করি আপনারাও এটার জন্য আমার মতোই উত্তেজিত’। বছর ৩৫-এর অভিনেত্রী সংগীত জগতের সঙ্গে আগে থেকেই পরিচিত। কারণ ২০১৭ সালে ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে ‘মানা কে হাম ইয়ার নেহি’ গানটি গেয়েছিলেন তিনি।
Leave a Reply