স্টাফ রিপোর্টার: রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে অনলাইন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নূর ইসলাম মিলন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে পথচলা শুরু হলো জাতীয় অনলাইন পত্রিকা ‘এই বাংলাদেশ’ এর। সম্পাদক ও প্রকাশক পায়েল হোসেন রিন্টু সভাপতিত্বে ও স্টাফ রিপোর্টার রাজু শেখ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনলাইন পত্রিকা ‘এই বাংলাদেশ’ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে পাবনা ২ আসনের সাংসদ জনাব আহমেদ ফিরোজ কবির (ডাক-টেলি যোগাযোগ,অর্থ ও তথ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য),জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আবু জাফর সূর্য,জাতীয় সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান লায়ন নুর ইসলাম,মহাসচিব ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু,কার্যকরী সভাপতি বাশার মজুমদার, ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক, সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এসএম মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব দেন অতিথিবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে এই বাংলাদেশ এর এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে পত্রিকাটির শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় এ সময় সারাদেশের বিভিন্ন বিভাগ,জেলা ও উপজেলা থেকে আসা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply