শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে অনুষ্ঠিত বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ১৩১ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, পুরস্কার ও সনদপত্র প্রদান ঈশ্বরদীতে কাউন্সিলর ইউসুফ প্রধান গ্রেফতার ঈশ্বরদী বৈষম্য বিরোধী ছাত্র সংগ্রাম পরিষদ ও বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় কেবল সাংবাদিক পরিচয়ে কেউ রেহাই পাবেন না অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটিতে অপহরণের ২৩ দিন পর সেনা অভিযানে ইউপি চেয়ারম্যান উদ্ধার ম্যাজিস্ট্রেসি পাওয়ার: কী কী করতে পারবে সেনাবাহিনী শিক্ষায় বৈষম্যের অবসান চান কর্মকর্তা-কর্মচারীরা ঈশ্বরদী বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ এর সঙ্গে নবাগত ঈশ্বরদী থানার ওসি’র বৈঠক
নতুন বগিতে বেনাপোল এক্সপ্রেসের চলাচল শুরু

নতুন বগিতে বেনাপোল এক্সপ্রেসের চলাচল শুরু

নতুন বগির বেনাপোল এক্সপ্রেস | ছবি: এই বাংলাদেশ

এম.এ.আর.নয়ন: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন কোচ (বগি) পেলো বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন বেনাপোল এক্সপ্রেস। গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রারম্ভিক স্টেশন বেনাপোল থেকে ট্রেনটি চীন থেকে আমদানিকৃত নতুন বগি নিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রা আরম্ভ করে। এতদিন ট্রেনটি ১০টি পুরাতন বগিতে চলাচল করছিল। যার ফলে যাত্রীদের মাঝে ছিল নানাধরনের ক্ষোভ। এগুলোর বদলে ট্রেনটিতে আজ যুক্ত হয়েছে নতুন ১২টি বগি। যারমধ্যে রয়েছে দুটি এসি চেয়ারকোচ, একটি এসি কেবিনসহ নামাজের ঘর ও খাবারের বগি। ফলে ৮৮৪ আসনের ট্রেনটিতে যাতায়াত আরও আরামদায়ক হবে। রেলওয়ে সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৭ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল-ঢাকা রেলপথে আধুনিক বগিযুক্ত বেনাপোল এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেন। প্রথমদিকে ট্রেনটি ননস্টপভাবে চলাচল করলেও পরবর্তীতে বেশকিছু স্টেশনে যাত্রাবিরতি দেওয়া শুরু করে। বর্তমানে ট্রেনটি বেনাপোল থেকে যাত্রা শুরু করে ঝিকরগাছা, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, পোড়াদাহ, ভেড়ামারা, ঈশ্বরদী ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করে কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে ট্রেনটি বছর দেড়েক চলাচল বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২১ সালের ২রা ডিসেম্বর ট্রেনটি আবার চালু হয়। ওই সময় ট্রেনটির পূর্বের নতুন বগি তুলে নিয়ে পুরাতন বগি দিয়ে বেনাপোল এক্সপ্রেস চালানো শুরু করে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে যশোরবাসী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। নতুন বগি ফেরত পেতে লেখালেখি হয় বিভিন্ন পত্র-পত্রিকায়। নিউজ প্রচার হয় ইলেকট্রনিক মিডিয়ায়। উল্লেখ্য, খুলনা থেকে সুন্দরবন ও চিত্রা এবং বেনাপোল থেকে বেনাপোল এক্সপ্রেস মিলিয়ে মোট ৩টি ঢাকাগামী ট্রেন যশোর-চুয়াডাঙ্গা-ঈশ্বরদী-ঢাকা রুটে চলাচল করে। তবে নতুন হিসেবে খুব অল্পদিনের মধ্যেই বেনাপোল এক্সপ্রেস যাত্রীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। কিন্তু হঠাৎকরেই ট্রেনটির নতুন বগি তুলে নিয়ে পুরাতন বগি দেওয়ায় যাত্রীদের মাঝে সৃষ্টি হয় ক্ষোভের। দীর্ঘদিন পর বেনাপোল এক্সপ্রেস নতুন বগি পাওয়ায় যাত্রীরা অনেক খুশি। ট্রেনটি ১২টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে আপে যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছায় রাত ৮টা ৪০ মিনিটে। পরবর্তীতে রাত ১১টা ৪৫ মিনিটে ডাউনে ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ৮টা ২০ মিনিটে বেনাপোল পৌঁছায়। সপ্তাহের বুধবার ট্রেনটির চলাচল বন্ধ থাকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions