সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীর কৃতি সন্তান আলী আহসান জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি লাভ রাজশাহী রেঞ্জ নতুন ডিআইজি যোগদান শেখ হাসিনার ট্রেনে গুলি: কারামুক্ত হলেন ঈশ্বরদী বিএনপি’র নেতা-কর্মী বদলগাছীতে আউশ ধান কাটা শুরু- বাম্পার ফলনের সম্ভাবনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কমিটি গঠন রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার। টাংগাইলের মধুপুরে “শহীদি মার্চ পালন” মাউশি অধিদপ্তরে মেধাক্রম লঙ্ঘন করে পদোন্নতির উদ্যোগ বন্ধের জন্য শিক্ষা সচিবের কাছে আবেদন শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান প্রধান উপদেষ্টার কুষ্টিয়া পৌরসভার ইজারাকৃত বাজার জোরপূর্বক দখল।
নওগাঁ সাপাহারে আনন্দে মিছিল

নওগাঁ সাপাহারে আনন্দে মিছিল

নওগাঁ সাপাহারে আনন্দে মিছিল

সামিউল ইসলাম স্টাফ রিপোর্টার।। জাতীয় সংসদে পাবলিক বিশ্ববিদ্যালয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ’ বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে এই বিল পাশের খবর ছড়িয়ে পড়লে খুশির উৎসবে মাতেন সাপাহার উপজেলা বাসী।

এমন বড় উপহার দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ওই রাতেই উপজেলা আওয়ামীলীগের আয়োজনে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে অংশ নেন উপজেলা আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠন সহ সর্বস্তরের জনগন।

এদিকে বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এবং স্থানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে স্লো’গান দেওয়া হয়। এসময় সরকারি দপ্তরের সকল কর্মকর্তা, কর্মচারী সহ আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, মহিলা লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আনন্দ মিছিলকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions