মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাজমপুর গ্রামের রুবেল(৩২) নামের এক ব্যক্তিকে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুবেল মিয়া (৩২) নামের ব্যক্তি সে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাজমপুর গ্রামের রোস্তম আলীর ছেলে।
এবিষয়টি নিশ্চিত করেছে, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই জগন্নাথ চন্দ্র রায় জানান, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রুবেল মিয়া (৩২) নামের ব্যক্তিকে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাজমপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানে সাদুল্লাপুর থানার মামলা নম্বর জিআর ১৬৯/২২ এর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি রুবেল মিয়া (৩২) নামের ব্যক্তি। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply