দ্বীনি দাওয়াতের মাধ্যমে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু নেতৃত্বের প্রয়োজন–অধ্যাপক মাজেদুর রহমান
মো. শাহীন আলম স্টাফ রিপোর্টার: ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমীর, অধ্যাপক মাজেদুর রহমান বলেছেন-দ্বীনি দাওয়াতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আল্লাহভীরু, সৎ, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি নেতৃত্ব গঠন করতে চায় যাঁরা আল্লাহর ভয়কে সামনে রেখে জনগণের কল্যাণে কাজ করবে।
সোমবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি গণসংযোগ ও দাওয়াতি পক্ষে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাজেদুর রহমান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
তিনি বলেন- আমাদের ঈমানি দায়িত্ব হলো দেশের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। এটা কেবল একটি দলের নয়, বরং মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। সমাজে ন্যায়বিচার, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করতে হলে দরকার আল্লাহভীরু, যোগ্য ও নিষ্ঠাবান নেতৃত্ব।
তিনি আরও বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সে ধরনের নেতৃত্ব গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যারা আল্লাহর ভয়কে সামনে রেখে জনগণের কল্যাণে কাজ করবে। রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক মুক্তি এবং একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ।
অধ্যাপক মাজেদুর রহমান আরও বলেন – আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে সৎ, নৈতিক ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করতে হবে। ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে আমাদের প্রার্থীকে বিজয়ী করা জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা শাখার স্কুল কার্যক্রম সম্পাদক সাগর মিয়া, গাইবান্ধা সরকারি কলেজ সভাপতি শাকিল আহমেদ, বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি একেএম নাজমুল হুদা, সেক্রেটারি মাওলানা ওহেদুজ্জামান সরকার , অর্থ সম্পাদক মোক্তার আলী, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি গোলাম রব্বানী, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু ইউসুফ, সেক্রেটারি রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা নুর আলম সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
গণসংযোগের সময় স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং দ্বীনের দাওয়াত পৌঁছানোর কার্যক্রম চালানো হয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহযোগী সদস্য ফরমও পূরণ করা হয়।
Leave a Reply