দুর্নীতির ঘোষণা দেয়া এমপির পদ বাতিলের দাবিতে মানববন্ধন
ইউসুফ হোসাইন/হাসান আলী সোহেল লালপুর/বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্নীতির মাধ্যমে টাকা তোলার ঘোষণা দেয়ায় তার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবিতে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের একাংশ বিক্ষোভ ও মানববন্ধন করেছে।অপরদিকে সংসদ সদস্যের সমর্থকরা মানববন্ধনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।
নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্নীতির মাধ্যমে টাকা তোলার ঘোষণা দেয়ায় তার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের একাংশ। সোমবার (১ এপ্রিল) সকালে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্টুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা মানবন্ধন করেন।এ সময় তারা আবুল কালাম আজাদের সংসদ সদস্য পদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাতিলের দাবি জানায়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ সমাবেশ করে।অপরদিকে,একই সময় মালঞ্চি রেল গেটের পশ্চিমে সংসদ সদস্য আবুল কালাম আজাদের সমর্থকরা মানববন্ধনের বিপক্ষে মিছিল বের করে।এ সময় মিছিলটি রেলগেটের পূর্বপাশে আসার চেষ্টা করলে পুলিশি বাধায় ফিরে যায়।লালপুরে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্যে নির্বাচনে খরচ হওয়া ১ কোটি ২৬ লাখ টাকা দুর্নীতির মাধ্যমে তোলার ঘোষণা দেন আবুল কালাম আজাদ।
Leave a Reply