মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড(এইচবিবি) প্রকল্পের রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর রাজাখালী গ্রামের খান বাড়ি জামে মসজিদ থেকে পূর্ব দিকে পানি উন্নয়ন বোর্ড(খাল পাড় পর্যন্ত ৫০০ মিটার হেরিং বোন বন্ড (এইচ.বি.বি) করণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান এ্যড. গাজী নজরুল ইসলাম, আ.লীগের উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ শিক্ষা শাহজাহান আকন সেলিম প্রমুখ।
পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়।
Leave a Reply