মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর দুমকী দেবিরচর মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডঃ হারুন-অর -রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. এইচ. এম. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য জাকারিয়া কাউসার গাজী(বাবু), শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম (সালাম), আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, সাবেক শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মৃধা প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র-ছাত্রী উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
Leave a Reply