দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে গেরস্তের লোহার জানালা কেটে ডাকাতিকালে সুমন (৩৫) নামে এক যুবককে হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, রোববার গভীর রাতে উপজেলার সাতানী কালভার্ট এলাকার বাসিন্দা রুহুল আমিন শরীফের বসতঘরের লোহার জানালা কেটে ৫ জন ডাকাত ঘরে ঢোকেন। পরে ঘুম থেকে সবাইকে উঠিয়ে গলায় রামদা ঠেকিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। পরে যার যা কিছু আছে সব দিতে বলেন।কিন্তু রুহুল আমিন শরীফের স্ত্রী হোসনে আরা বেগম গহনা দিতে না চাইলে তার মাথায় ডাকাতরা রামদা দিয়ে আঘাত করায় তার মাথা ফেটে রক্তে পুরো শরীর ভিজে যায়। রক্ত দেখে স্বামী, ছেলে ও মেয়ের জামাই ডাকাতের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। সবাই চিৎকার চেচামেচি করলে স্থানীয় লোকজন ডাকাতদলকে ধাওয়া দিলে পালাতে চেষ্টা করেন। সবাই পালাতে সক্ষম হলেও স্থানীয়দের হাতে ওই যুবক আটক হয়।
দুমকি থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, আটককৃত সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, ধর্ষণসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ছাড়া সুমনের সঙ্গে কারা কারা জড়িত ছিল সে বিষয়েও অনুসন্ধান চলছে।
উল্লেখ্য, আটক সুমন বাকেরগঞ্জের দাড়িয়াল উপজেলার বেলায়েত হোসেনের ছেলে।
Leave a Reply