মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী সংবাদদাতাঃ পটুয়াখালীর দুমকিতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার চার বছরপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষ্যে (১২ মার্চ) রবিবার প্রেসক্লাব দুমকি’র হলরুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
রোববার (১২ মার্চ) সকাল ১১ টায় এক বর্নাঢ্য র্যালী
শেষে দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তরের উপজেলা প্রতিনিধি মোঃ মজিবুর রহমান এর সঞ্চালনায় প্রেসক্লাব দুমকি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান সিকদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম তারেক খান, জাপা উপজেলা যুগ্ম আহবায়ক অবঃপ্রাপ্ত সেনা সার্জেন্ট মোঃ ফজলুল হক, প্রধান প্রকৌশলী ফারুক হোসেন মৃধা, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অত্র অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও প্রেসক্লাব দুমকি’র সদস্যগন উপস্থিত ছিলেন। এসময়ে বক্তাগণ দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ও পত্রিকার কলাকুশলীদের মঙ্গল কামনা করেন।
Leave a Reply