দুমকিতে কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের মিলন মেলা ও স্মরণ সভা অনুষ্ঠিত
মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ কলেজ কর্তৃক উপজেলার অন্যতম শিক্ষা প্রসারক, সমাজসংস্কারক মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ পরিবারের সর্বপ্রথমবারের মত মিলন মেলা ও আত্মার শান্তি কামনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৬ ফেব্রুয়ারী) সকালে তাঁর নিজ প্রতিষ্ঠিত আজিজ আহম্মেদ কলেজ অডিটোরিয়ামে গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ডক্টর হারুন-অর-রশীদ হাওলাদারের সভাপতিত্বে অধ্যক্ষ মোঃ আহসানুল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার মেঝ ছেলে আলহাজ্ব এ্যড.খাতিব আহমেদ কাম্বার এর স্ত্রী ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসরীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, কলেজ প্রতিষ্ঠাতার দৌহিত্র তাওকীর আহমেদ শাবাব,পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম প্রিন্স, মুরাদিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোঃ মাহফুজ খান, প্রতিষ্ঠা পরিবারের অসংখ্য সদস্যসহ মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও স্থানীয় লোকজন।
এছাড়াও সকল শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম আজিজ উদ্দিন আহম্মেদ আহম্মেদ কর্তৃক প্রতিষ্ঠিত ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানাসহ সমাজের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের কথা উল্লেখ করে স্মৃতিচারণ করেন।
এছাড়াও তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ মোশারেফ হোসেন।
Leave a Reply