মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধি: বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলায় সঞ্জয় কুমার দেবনাথ নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় নামক এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশ।
আটককৃত সঞ্জয় কুমার দেবনাথ সে গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের ছাট চকবরুল গ্রামের সুকুমার দেবনাথের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) শাহজাহান আলী।
এবিষয়ে দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক এসআই শাহজাহান আলী জানান, রোববার(২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৮ ঘটিকার দিকে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয় পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট(৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ী চেকিং শুরু করেন।
এ সময় তাদের সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করে সে। পরে পুলিশ তাকে আটক করেন।
পুলিশ সূত্রে জানা যায় ,আটককৃত সঞ্জয় দেবনাথ একজন পেশাদার প্রতারক। তার নামে এর আগেও আরো দুটি প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply