নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি ও ডিম। বেড়েছে কক মুরগির দামও। সরবরাহ সংকটে দাম চড়া চীনা আদা ও রসুনের বাজার।
রাজধানীর উত্তরার আজমপুর কাঁচা বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি, কক ৩২০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা ডজন।
কিছুটা স্বস্তি আছে শীতের সবজিতে প্রায় সব ধরনের শীতের সবজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা দরে। তবে, চড়া গরম মৌসুমের আগাম সবজি। পটল, ঢেড়স বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, করলা ১২০ থেকে ১৬০ টাকা কেজি।
আবার চড়া রয়েছে নিত্যপণ্যের বাজারও। মসুর ডাল মানভেদে ১১০ থেকে ১৫০ টাকা কেজি, ছোলা ৮৫ থেকে ৯৫ টাকা কেজি, চিনি ১১৫ টাকা কেজি।
বিক্রেতারা বলছেন, রোজার আগেই দাম বেড়েছে আমদানি করা প্রায় সব নিত্যপণ্যের। আর এতে বিপাকে আছেন সীমিত ও নিম্নআয়ের মানুষ।
এদিকে, মালিবাগ ও রামপরা বাজার ঘুরে গরুর মাংসের দামও বাড়তি দেখা গেছে। বিক্রেতারা বলছেন, কম দামে গরু কিনতে পাওয়া যাচ্ছে না বলে আগের দামে মাংস বিক্রি করতে পারছেন না।
Leave a Reply