স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ই মার্চ) দুপুরে দর্শনার ঝাঝাডাঙ্গা এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি। অভিযানকালে বিজিবির সশস্ত্র টহলদল দেখে এক মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে তাঁর ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকির ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বারের ওজন ৮১৭ গ্রাম (৭০ ভরি)। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের ও স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।
Leave a Reply