মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

দর্শনায় ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদককারবারি আটক

দর্শনায় ১১০ বোতল ফেন্সিডিলসহ মাদককারবারি আটক

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আকতারুল মণ্ডল (৩৫) নামের এক মাদককারবারিকে আটক করেছে। রবিবার (১৯শে মার্চ) ভোরে তাকে আটক করা হয়। আটককৃত আকতারুল মণ্ডল দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মাঠপাড়ার মৃত শমসের আলীর ছেলে। এ ঘটনায় দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই রাম প্রসাদ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার ভোরে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রামের মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ছয়ঘরিয়া গ্রামের টুটোন মণ্ডলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে আকতারুল মণ্ডলকে আটক করে তার হেফাজত হতে উদ্ধার করা হয় ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions