মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

দর্শনায় মালিকবিহীন অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

দর্শনায় মালিকবিহীন অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার

উদ্ধারকৃত পিস্তল ও গুলি | এই বাংলাদেশ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার দর্শনা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে পৌরশহরের আনোয়ারপুর হঠাৎপাড়া এলাকার চুয়াডাঙ্গা-জীবননগরগামী আঞ্চলিক মহাসড়কের কালভার্টের নিচ থেকে মালিকবিহীন অবস্থায় এই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পুলিশ পরিদর্শক নিরব হোসেন এবং এসআই রাম প্রসাদ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার দুপুরে পৌরশহরের আনোয়ারপুর হঠাৎপাড়া এলাকার আব্দুল সাত্তারের ছেলে আবুল হোসেনের ভুট্টাক্ষেতের পূর্বপাশে চুয়াডাঙ্গা-জীবননগরগামী আঞ্চলিক মহাসড়কের একটি কালভার্টের নিচে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত স্থানে থাকা একটি শপিং ব্যাগের মধ্য হতে মালিকবিহীন অবস্থায় লোহার তৈরি একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার বডির একপাশে ইংরেজিতে খোদাই করে মেড ইন জাপান (MADE IN JAPAN) এবং অপর পাশে জাপান নম্বর ১১৪ (JAPAN NO 114) লেখা আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions