দর্শনা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৮ বোতল ফেন্সিডিলসহ মাহাবুল বিশ্বাস (৬২) নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারি) বিকালে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া গ্রাম হতে তাকে আটক করা হয়। আটককৃত মাহাবুল বিশ্বাস দর্শনার পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের পাঠানপাড়ার মৃত কায়দার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আমানউল্লাহর নেতৃত্বে এসআই তাইফুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার বিকালে ছয়ঘরিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে ১৮ বোতল ফেন্সিডিলসহ মাহাবুল বিশ্বাস নামের একজনকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply