তুরস্কে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল আরও একজনকে জীবিত উদ্ধার করেছে। পাশাপাশি ৯ জনের মরদেহ উদ্ধার করেছে দলটি। রবিবার (১২ই ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহজাহান শিকদার জানান, তুরস্কে বাংলাদেশের উদ্ধারকারী দল আজকেও অনুসন্ধান চালিয়ে একজনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল গত ৮ই ফেব্রুয়ারি রাত ১০টার দিকে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ জন সদস্য তুরস্কের উদ্দেশ্যে রওনা দেন। বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে ৯ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টার দিকে আদানা মিলিটারি এয়ার বেইস-এ পৌঁছায়। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।
উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। এতেই ধ্বংসস্তূপে রূপ নেয় দুটি দেশ।
তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজারে। এরমধ্যে তুরস্কে ২৯ হাজার ৬০৫ জন। আর সিরিয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৫০০ জন ছাড়িয়ে গেছে।
Leave a Reply