উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল টানা তিন দিন বন্ধ থাকবে। এরমধ্যে একদিন আগামী শুক্রবার (১৩ অক্টোবর) রয়েছে নিয়মিত সাপ্তাহিক বন্ধ। এই সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএল মঙ্গলবার (১০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কোম্পানির সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইনটিগ্রেশনের (সার্বিক পরিচালন ব্যবস্থা সমন্বয়) জন্য মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে।
Leave a Reply