দেশ ও মানব সেবায় কাজ করতে চান ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্য ইমরান হাসান
বিশেষ প্রতিনিধি: দেশ ও মানব সেবায় কাজ করতে চান ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ ইমরান হাসান। তিনি গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারী ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ কার্যনির্বাহী পরিষদের অনুষ্ঠিত নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এর সাদা প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করে ৪৪২১ ভোট পেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সদস্যদের মধ্যে তৃতীয় হন।এডভোকেট মোঃ ইমরান হাসান তাঁকে ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করায় তিনি ঢাকা আইনজীবী সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চিরজীবন দেশ ও মানব সেবায় কাজ করে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন। এডভোকেট মোঃ ইমরান হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও একজন আইনজীবী। এডভোকেট মোঃ ইমরান হাসান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে এলএলবি অনার্স ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদপত্র প্রাপ্ত হয়ে নিজেকে আইন পেশায় নিয়োজিত করেন। এডভোকেট মোঃ ইমরান হাসান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হানিফ মজুমদার মুজিবনগর সরকারের একজন কর্মচারী ছিলেন। উল্লেখ্য ঢাকা আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩ টি পদের মধ্যে ২১টি পদেই আওয়ামী সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেন।
Leave a Reply