প্রথম লেগে ১-০ ব্যবধানে হারে চেলসি। তবে ফিরতি লেগে ২-০তে জিতে ২-১ গোলে এগিয়ে শেষ আটে স্থান করে নিলো ব্লুজরা।
মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় চেলসি। তবে গোল পেতে বেশ সময় লাগে। অবশেষে সেই গেরো খুলে ৪৩ মিনিটে। সেসময় চিলওয়েলের কাটব্যাক পেনাল্টি স্পটের কাছে পেয়ে লক্ষ্যভেদ করেন রাহিম স্টার্লিং।
ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। ফিরেও ঝটিকা অভিযান চালায় তারা। এ অর্ধে গোল পেতেও সময় লাগেনি তাদের। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ।
চিলওয়েলের ক্রস বরুশিয়ার মারিউস উলফের হাতে লাগে। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে নিশানাভেদ করেন হাভার্টজ।
পরে গোল পরিশোধের চেষ্টা করে বরুশিয়া। তবে শেষ পর্যন্ত সফলতার মুখ দেখেনি তারা। আর গোল পায়নি চেলসিও। এতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা। পরাজয় নিয়ে ঘরে ফেরে অতিথিরা।
Leave a Reply