টাঙ্গাইলে যমুনা নদীতে নৌকায় গানের আড্ডায় মেতেছিল ঘাটাইলের বাউলিয়ানা শিল্পীগোষ্ঠী
টাঙ্গাইল প্রতিনিধি:
চলো যাই নৌকা ভ্রমণে,সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে,এই শ্লোগানে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন- বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর ব্যানারে নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে যমুনার পাড়ের ঐতিহ্যবাহী গোবিন্দাসী ঘাট থেকে যাত্রা করে যমুনা ব্রীজ পাথরঘাটা হয়ে সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে নোঙর ফেলা হয়। সেখানে সবাই নৌকা থেকে নেমে সামান্য বিশ্রাম নিয়ে বসে যান সংগীতের আসরে। আসরে বিভিন্ন শিল্পীর কন্ঠে একে একে পরিবেশিত হয় জনপ্রিয় গানগুলো। বাউলিয়ানা শিল্পীগোষ্ঠীর একটানা সঙ্গীত পরিবেশনে যমুনা নদীর জলরাশির ঢেউ ও গানের সুর দিগন্তে মিশে যাচ্ছিল। অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি আনন্দে মেতে ওঠেন স্থানীয় উৎসুক জনতা ও বাউলিয়ানা শিল্পীগোষ্ঠী পরিবার।
সংগীতের আসরে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন- উক্ত শিল্পীগোষ্ঠীর প্রধান ও বিটিভির তালিকাভুক্ত লোকসঙ্গীত শিল্পী রুহুল আমীন খোকন । সখিপুর থেকে আগত বিটিভির শিল্পী- লালন সিদ্দিকী ও ঝুমুর সিদ্দিকী, মধুপুর থেকে মঞ্চ কাপানো শিল্পী মিতু মনি, ভূঞাপুর থেকে এশিয়ান টেলিভিশনের শিল্পী নূরী, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়রের কন্যা ও টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির স্টুডেন্ট- সময়, দৈনিক যুগধারা পত্রিকার যুগ্ম সম্পাদকের কন্যা আরোশি, নেত্রকোনা থেকে আগত রংয়ের বাউল ফেরদৌস, কানাডা প্রবাসী জাকির খান সহ আরও অনেকে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন-
তবলায়- মানিক চন্দ, বাঁশিতে- শাহ জামাল, পারকেশনে- ফরহাদ, গিটারে এ আর কাঞ্চন, প্যাডে মামুন খান, কিবোর্ডে কামরুজ্জামান রনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোখলেসুর রহমান, কৃষি কর্মকর্তা রুহুল আমীন ও জাকির খান।
রাত্রি ৮টার দিকে নৌকাটি ঘাটে ফিরে এলে অনুষ্ঠানর সমাপ্তি ঘোষণা করেন-
ঘাটাইল বাউলিয়ানা শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী খোকন।
Leave a Reply