ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ আব্দুল হাদি (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই উপজেলার যাদবপুর সিমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল হাদি যশোর জেলার র্শাশা উপজেলার সালকোন গ্রামের শামছুর রহমানের ছেলে। তার কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য ৯২ লক্ষ ৪৭ হাজার ৯৭৬ টাকা।
মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন খবরে জানতে পারি মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে। এমন খবরের ভিত্তিতি ৫৮ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল হাদিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply