ঝিনাইদহের শৈলকুপার আগুনিয়াপাড়া থেকে সঞ্জিত জোয়ারদার (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জিত জোয়ারদার ওই গ্রামের হেমন্ত জোয়ারদারের ছেলে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সঞ্জিত জোয়ারদার। এরপর বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের একটি বাঁশ বাগানের পাশে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়।
শৈলকুপা থানা ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ।
Leave a Reply