ঝালকাঠির রাজাপুর উপজেলা ভূমি ও গৃহহীনমুক্ত হওয়ায় গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় , প্রেস ব্রিফিং ও আনন্দ র্যালি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২০ মার্চ) বেলা ১১ টার উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময়, প্রেস ব্রিফিং, শোভাযাত্রা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সহকারী কমিশনার ভুমি ফারজানা ববি মিতু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মামুন-অর-রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.দীনেশ চন্দ্র মজুমদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর আয়শ্রণ প্রকল্পের আওতায় রাজাপুর উপজেলায় ১ম ধাপে ৩৩৩ টি,২য ধাপে ৩৭টি,৩য় ধাপে ১৪১ টি ও ৪র্থ ধাপে ৮০ টি সর্বমোট ৫৯১টি গৃহ নির্মান করা হয়। এর মধ্যে ৪৫০ টি সেমিপাকা একক গৃহ উপজেলার ভুমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। আগামী ২২ মার্চ ৩য় ও ৪র্থ পর্যায়ের অবশিষ্ট ১৪১ টি সেমিপাকা একক গৃহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তরের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ঘর হস্তান্তরের মধ্য দিয়ে রাজাপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ষোঘনা করা হবে।
আনন্দ র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্মা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
Leave a Reply