মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন

শিরোনাম:
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় অটো ভ্যানচালক যুবকের মৃত্যু ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার “সংবাদ ভূমি” অনলাইন পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট কাল্পনিক সংবাদে “বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য পরিষদ” এর তীব্র প্রতিবাদ রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য ইটালির তরিনো সিটিতে মাদারীপুর জেলা সমিতির অভিষেক অনুষ্ঠিতঃ শেখ হাসিনার সাথে কথোপকথন, যুবলীগ নেতা গ্রেফতার মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইবি অধ্যাপকের নতুন বই প্রকাশ মিছিলে ছাত্রদল কর্মী মতবিনিময়ে সাধারণ শিক্ষার্থী ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান
জোরপূর্বক জমি দখল করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জোরপূর্বক জমি দখল করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনা সদরে সমাজসেবা অফিসের অফিস সহকারী কর্তৃক নিজ নামিও দলিল এর দাগ বাদ দিয়ে অন্য দাগের সম্পত্তির জোর করে দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগ পরিবার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চর সাহাদিয়া মোড়াস্থ্য নিজ জমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে মিরাজুল ইসলাম বলেন, আমি বিগত ২০ বছর পূর্বে দাপুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড অন্তর্গত চর সাহাদিয়া গ্রামে জমি ক্রয় করি।

কিন্তু সমাজসেবা অফিসের অফিস সহকারী মোঃ আব্দুল আলীম, পিতা আলাউদ্দিন, গ্রাম চরসাহাদিয়ার কুঠিপাড়া গত ১০ অক্টোবর ২০২১ ইং তারিখে আমার পার্শ্ববর্তী তিনটি দাগে যা উত্তর-পশ্চিম দিকে। সে তিন টি দাগ হতে ক্রয় করে ভোগ দখল করে যা দলিলে উল্লেখ আছে।

কিন্ত বর্তমানে সে প্রভাবশালী হওয়ায় নানা রকম ভাবে ভীতি প্রদর্শন করিয়ে আমার রাস্তা পজিশন সংলগ্ন জমি জোর করে দখল করার চেষ্টা করছে। উক্ত আব্দুল আলিম বর্তমানে সে একটি দাগ হতে সমস্ত জমি দাবি করেন এবং ক্ষমতার বলে সে রাতের আঁধারে উক্ত জমিতে বালু ফেলে রাখেন।

সে নানা রকম ভাবে আমাদের নিজ নামের সম্পত্তি যা রাস্তা পজিশন সংকলগ্ন জমি জোর-দখলের পাঁয়তারা করছে যা আইন বিরোধী। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।

এসময় তিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করে সঠিক বিচার দাবি করেন।

এ সময় পরিবারের পক্ষ থেকে উত্তর সংবাদ সম্মেলনে মিজারুল ইসলাম, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, আজিজুল ইসলাম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved 2023
Design & Developed by Ecare Solutions